Job Context
- জব কনটেক্সট
- বেসরকারী সংস্থা ওয়েভ ফাউন্ডেশন জাতীয় ও স্থানীয় পর্যায়ে স্থায়িত্বশীল জীবিকায়ন, সুশাসন ও অধিকার এবং সামাজিক উন্নয়ন ও জলবায়ু ঘাত-সহিষ্ণুতা ডোমেইন -এর অধীনে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। দেশের অতি দরিদ্র জনগোষ্ঠীর দারিদ্র বিমোচন ও টেকসই উন্নয়নের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার Pathways to Prosperity for Extremely Poor People-European Union (PPEPP-EU) শীর্ষক প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন করছে । European Union এর যৌথ অর্থায়নে মূল বাস্তবায়নকারী সংস্থা পল্লী কর্ম-সহায়ক ফাউণ্ডেশন-এর সহযোগী সংস্থা হিসেবে ওয়েভ ফাউন্ডেশন প্রকল্প বাস্তবায়ন করছে। দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন গোলখালী, রতনদি তালতলি, গলাচিপা, গজালিয়া ইউনিয়নসমূহে প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে চুক্তিভিত্তিক নিয়োগের জন্য নিম্নোক্ত পদে আগ্রহী প্রার্থীদের কাছ থেকে দরখাস্ত আহবান করা যাচ্ছে।
Job Responsibilities
- কমিউনিটি মোবিলাইজেশন/নেটওয়ার্কিং এডভোকেসি, রাইটস্ বেজড এপ্রোচ, প্রশিক্ষণ বিষয়ে ০৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। যেকোন জাতীয় ও আন্তর্জাতির উন্নয়ন সংস্থায় কমিউনিটি মোবিলাইজেশন পদে কাজের অভিজ্ঞতা রয়েছে এমন প্রার্থীদের অগ্রাধিকার দেয়া হবে।
- যেকোন প্রতিকূল পরিবেশে সমস্যা মোকাবেলা করে কাজ করার মানসিকতা থাকতে হবে।
- কমিউনিটি পর্যায়ে দলীয় সভা, কর্মশালা, প্রশিক্ষণ ও এডভোকেসি পরিচালনার দক্ষতা থাকতে হবে।
- কমিউনিটি পর্যায়ে যেকোন সমস্যা বিশ্লেষণ, মূল্যায়ন ও উত্তোরণের বিকল্প পথ নির্ধারণের সক্ষমতা থাকতে হবে।
- নিধারিত সময়ে কার্য সম্পাদন, দলীয়ভাবে কাজ করার মানসিকতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
- প্রকল্পের কমিউনিটি মোবিলাইজেশন কম্পোনেন্ট ও ক্রসকাটিং ইস্যুসমুহের মাঠ পর্যায়ে বিভিন্ন ফোরাম, সংগঠন, খানা ও সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে কার্যক্রম বাস্তবায়ন।
- প্রকল্পের অন্যান্য কম্পোনেন্ট ও ঋণ কর্মসূচির সাথে সমন্বয় রেখে সকল কার্যক্রম বাস্তবায়ন।
- সংস্থার প্রকল্পের ও দাতা সংস্থার চাহিদা অনুযায়ী পরিকল্পনা প্রস্তুত কর্মসূচি বাস্তবায়ন, ডকুমেন্টেশন প্রস্তুত ও সরবরাহ করা।
- কম্পিউটার অপারেটিং-এ দক্ষতা থাকতে হবে এবং বাংলা ও ইংরেজি প্রতিবেদন লেখায় পারদর্শি হতে হবে।
- মোটর সাইকেল চালনা জানতে হবে ও বৈধ লাইসেন্স থাকতে হবে।
Employment Status
- Full-time, Contractual
Workplace
- Work at the office
Educational Requirements
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে স্নাতকোত্তোর। সমাজ বিজ্ঞান, আইন, এনথ্রোপলজি, সমাজ কল্যানে স্নাতকোত্তোর ডিগ্রীধারী হলে অগ্রাধিকার দেয়া হবে।
Experience Requirements
- At least 5 year(s)
Additional Requirements
- Age at most 35 years
Job Location
- পটুয়াখালী
Salary
- Tk. 42000 (Monthly)
- বেতন-ভাতা ও অন্যান্য সুবিধাদি: সর্বসাকুল্যে বেতন ৪২,০০০/- টাকা ও যাতায়াত-যোগাযোগ বাবদ ৩,০০০/- টাকা। এছাড়া, প্রকল্প নির্ধারিত উৎসব ভাতা ও অন্যান্য সুবিধা।
Compensation & Other Benefits
- Festival Bonus: 2 (Yearly)
Job Source: bdjobs.com Online Job Posting
Read Before Apply
খামের উপরে আবেদনকৃত পদের নাম উল্লেখ থাকতে হবে। উল্লেখ্য যে, প্রার্থীদের ইন্টারভিউ কার্ড ও টিএ/ডিএ প্রদান করা হবে না। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকেই পরীক্ষার সুযোগ দেওয়া হবে এবং ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।
Applicants are encouraged to submit Video Resume.
*Photograph must be enclosed with the resume.
Apply through the following options
Hard Copy
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (যোগাযোগ নম্বরসহ), শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয় পত্র ও ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি, এক কপি ছবিসহ আগামী ২৫ জানুযারি ২০২৩ এর মধ্যে প্রশাসন ও মানবসম্পদ বিভাগ, ওয়েভ ফাউন্ডেশন, ২২/১৩বি, ব্লক-বি, খিলজী রোড, মোহাম্মদপুর, ঢাকা -১২০৭ ঠিকানায় আবেদন করতে হবে।
Application Deadline: 25 Jan 2023
Published On: Jan 19, 2023
Company Address
WAVE Foundation
২২/১৩ বি, ব্লক-বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭, বাংলাদেশ
Web : www.wavefoundationbd.org
Business: WAVE Foundation, a national NGO working in the domain of Sustainable Livelihoods; Governance & Rights; and Social Development & Climate Resilience since 1990.
২২/১৩ বি, ব্লক-বি, খিলজি রোড, মোহাম্মদপুর, ঢাকা ১২০৭, বাংলাদেশ
Web : www.wavefoundationbd.org
Business: WAVE Foundation, a national NGO working in the domain of Sustainable Livelihoods; Governance & Rights; and Social Development & Climate Resilience since 1990.
এই চাকরির জন্য বিজ্ঞাপন দাতা প্রতিষ্ঠান আপনার কাছ থেকে কোন অর্থ চাইলে অথবা কোন ধরনের ভুল বা বিভ্রান্তিকর তথ্য দিলে অতি সত্ত্বর আমাদেরকে জানান অথবা জবটি রিপোর্ট করুন।

